পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ ২৪ শ্রাবণ ১৩৩৫ [ কলিকাত ] রবীন্দ্র-রচনাবলী হাওয়ায় ছায়ায় আলোয় গানে আমরা দোহে আপন মনে রচব ভুবন ভাবের মোহে । রূপের রেখায় মিলবে রসের রেখা, মায়ার চিত্ৰলেখা,— বস্তু হতে সেই মায়া তো সত্যতর, তুমি আমায় আপনি র’চে অাপন কর । নিবরিণী ঝরনা, তোমার স্ফটিকজলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে স্বৰ্ষতারা । তারি একধারে আমার ছায়ারে আনি মাঝে মাঝে, দুলায়ে তাহারে, তারি সাথে তুমি হাসিয়া মিলায়ে কলধ্বনি,— দিয়ে তা’রে বাণী যে-বাণী তোমার চিরস্তনী । আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরানে আমার মেতেছে কবি ।