পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী রাজার ছেলে এসে দেয় তুলে, আীৰার পড়ে যায় খসে । উপরে বসে পড়ে রাজার মেয়ে, রাজার ছেলে নিচে বসে । দুপুরে খরতাপ, বকুলশাখে কোকিল কুছ কুহুরিছে । রাজার ছেলে চায় উপর পানে, রাজার মেয়ে চায় নিচে । (بع সায়াহে রাজার ছেলে ঘরে ফিরিয়া আসে, রাজার মেয়ে যায় ঘরে । খুলিয়া গলা হতে মোতির মালা রাজার মেয়ে খেলা করে । পথে সে মালাখানি গেল ভুলে, রাজার ছেলে সেটি নিল তুলে, আপন মণিহার মনোভুলে দিল সে বালিকার - করে । রাজার ছেলে ঘরে ফিরিয়া এল, রাজার মেয়ে গেল ঘরে । শ্রাস্ত রবি ধীরে অস্ত ষায় নদীর তীরে একশেষে । সাঙ্গ হয়ে গেল দোহার পাঠ, যে যার গেল নিজ দেশে । $(t