পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२.8 धोंदs > ७७& কলিকতা ] সে-মহানির্জন যে-গহনে অন্তর্যামী পাতেন আসন, সেইখানে আনো আলো, দেখে মোর সব মন্দ ভালো, যাক লজ্জা ভয়, আমার সমস্ত হ’ক তব দৃষ্টিময় । ছায়া আমি সবা-কাছে, অক্ষুট আমি-ষে, তাই আমি নিজে

  1. তাহাদের মাঝে

নিজেরে খুজিয়া পাই না-যে । তারা মোর নাম জানে, নাহি জানে মান, তারা মোর কর্ম জানে, নাহি জানে মর্মগত প্রাণ সত্য যদি হই তোমা-কাছে তবে মোর মুল্য বঁাচে,— তোমার মাঝণরে বিধির স্বতন্ত্র স্বষ্টি জানিব আমারে । প্রেম তব ঘোষিবে তখন অসংখ্য যুগের আমি একান্ত সাধন । তুমি মোরে করে আবিষ্কার, পুর্ণ ফল দেহে মোরে আমার আজন্ম প্রতীক্ষার বহিতেছি অজ্ঞাতির বন্ধন সদাই, মুক্তি চাই তোমার জানার মাঝে সত্য তব যেথায় বিরাজে ।” ९ (?