পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহুয়া নাই আমাদের সঞ্চিত ধনরত্ব, নাই রে ঘরের লালনললিত যত্ন । পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাচায়, ডানা-মেলে-দেওয়া মুক্তিপ্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের কচিৎ কিরণে দীপ্ত । [ আষাঢ় ১৩৩৫ বাঙ্গালোর } দূত ছিমু আমি বিষাদে মগনা অন্তমনা তোমার বিচ্ছেদ-অন্ধকারে । হেনকালে নির্জন কুটিরদ্বারে অকস্মাৎ কে করিল করাঘাত, কহিল গম্ভীর কণ্ঠে, অতিথি এসেছি, দ্বার খোলে । মনে হল ঐ যেন তোমারি স্বর শুনি, ঐ যেন দক্ষিণবায়ু দূরে ফেলি মদির ফাল্গুনী দিগন্তে আসিল পুর্বদ্বারে, পাঠাল নির্ঘোষ তার বজ্রধ্বনিমন্দ্রিত মল্লারে । র্কেপেছিল বক্ষতল বিলম্ব করি নি তবু অর্ধ পল । মুহূর্তে মুছিকু অশ্রুবারি, বিরহিণী নারী, Wool