পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা জীবন-উৎসব-শেষে দুই পায়ে ঠেলে মৃৎপাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীৰ্তিরে তোমার বারম্বার। । তাই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথ নাই। যে প্রেম সম্মুখপানে চলিতে চালাতে নাহি জানে, যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন, তার বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে, দিয়েছ তা ধূলিরে ফিরায়ে। সেই তব পশ্চাতের পদধূলি পরে তব চিত্ত হতে বায়ুভরে কখন সহস৷ উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা । তুমি চলে গেছ দূরে সেই বীজ অমর অস্কুরে উঠেছে অম্বরপানে, কহিছে গম্ভীর গানে— 'যত দূর চাই নাই নাই সে পথিক নাই । প্রিয়৷ তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ রুধিল না সমুদ্র পর্বত । আজি তার রথ চলিয়াছে রাত্রির আহবানে নক্ষত্রের গানে প্রভাতের সিংহদ্বারপানে । సె