পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী ষ্টেচিয়ে বলার চেয়ে ভালে। কানা কানি । ৰাঙালি এ কথা জানে না ব’লেই ঠকে ; দাম যায় অণর দম যায় যত বকে । চেচানির চোটে তাই বাংলার হাওয়া রাতদিন যেন হিসটিরিয়ায় পাওয়া । তারে বলে আর্টি না-বলা যাহার কথা ; ঢাকা খুলে বলা সে কে বল বা চালতা । এই তো দেখো-না নাম-ঢাকা তব নাম ; না মজীদা খ্যাতি ছাপিয়ে যে ওর দাম এই দেখে দেখি, ভারতীর ছল কী এ | বকা ভালো নয়, এ কথা বোঝাতে গিয়ে খাতাখানা জুড়ে বকুনি যা হল জমা অার্টের দেবী 4. করিবে কি তারে ক্ষমা সত্য কথাটা উচিত কবুল করা—