পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিরকুমার-সভা ՖԵ Գ নাই খাটালেম ; পান-তামাকের বন্দোবস্ত বোধ হয় করে দিতে পারব, কিন্তু আপনার তৃতীয় নেশাই— অক্ষয়। সেটি এখানে বহন করে আনবার চেষ্টা করবেন না, আমার সে নেশাটি প্রকাশু নয় । চক্রবাবু পান-তামাকের জন্য সনাতন চাকরকে ডাকিবার উপক্রম করিলেন পূর্ণ ‘আমি ডাকিয় দিতেছি বলিয়া উঠিল— পাশের ঘরে চাবি এবং চুড়ি এবং সহসা পলায়নের শব্দ একসঙ্গে শোনা গেল অক্ষয়। যস্মিন দেশে যদাচারঃ যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ আমি আপনাদের চিরকুমার, কোনো প্রভেদ নেই। এখন আমার প্রস্তাবটা শুনুন । চঞ্জবাবু টেবিলের উপর কার্যবিবরণের খাতাটির প্রতি অত্যন্ত ৰুকিয় পড়িয়া মন দিয়া শুনিতে লাগিলেন অক্ষয়। আমার কোনো মফস্বলের ধনী বন্ধু তার একটি সস্তানকে আপনাদের কুমারসভার সভ্য করতে ইচ্ছা করেছেন। চন্দ্রবাবু। (বিস্মিত হইয়া ) বাপ ছেলেটির বিবাহ দিতে চান না ! অক্ষয় । সে আপনারা নিশ্চিন্ত থাকুন--- বিবাহ সে কোনোক্রমেই করবে না আমি তার জামিন রইলুম। তার দূর সম্পর্কের এক দাদা-মৃদ্ধ সভ্য হবেন। তার সম্বন্ধেও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন । কারণ যদিচ তিনি আপনাদের মতো সুকুমার নন, কিন্তু আপনাদের সকলের চেয়ে বেশি কুমার, তার বয়স ষাট পেরিয়ে গেছে— সুতরাং র্তার সন্দেহের বয়সটা আর নেই, সৌভাগ্যক্রমে সেটা আপনাদের সকলেরই আছে। চন্দ্রবাবু সভ্যপদপ্রার্থীদের নাম ধাম বিবরণ— অক্ষয়। অবশুই তাদের নাম ধাম বিবরণ একটা আছেই, সভাকে তার থেকে । বঞ্চিত করতে পারা যাবে না— সভ্য যখন পাবেন তখন নাম ধাম বিবরণ -স্বদ্ধই পাবেন। কিন্তু আপনাদের এই এক তলার স্যাংসেঁতে ঘরটি স্বাস্থ্যের পক্ষে অমুকুল নয় ; আপনাদের এই চিরকুমার-ক'টির চিরত্ব যাতে হ্রাস না হয় সে দিকে একটু দৃষ্টি রাখবেন । চন্দ্র। ( কিঞ্চিং লজ্জিত হইয়া খাতাটি নাকের কাছে তুলিয়া লইয়া) অক্ষয়বাৰু, আপনি জানেন তো আমাদের আয়— অক্ষয় । অায়ের কথাটা আর প্রকাশ করবেন না, আমি জানি ও আলোচনাট চিত্তপ্রফুল্লকর নয়। ভালো ঘরের বন্দোবস্ত করে রাখা হয়েছে, সেজন্যে আপনাদের ধনাধ্যক্ষকে স্মরণ করতে হবে না। চলুন-না, আজই সমস্ত দেখিয়ে শুনিয়ে আনি ।