পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

St|8 মহুয়t লগ্ন প্রথম মিলনদিন, সে কি হবে নিবিড় আষাঢ়ে, যেদিন গৈরিক বস্ত্র ছাড়ে আসন্নের আশ্বাসে সুন্দরা বসুন্ধরা ? প্রাঙ্গণের চারিধার ঢাকিয়া সজল আচ্ছাদনে যেদিন সে বসে প্রসাধনে ছায়ার আসন মেলি ; পরি লয় নূতন সবুজরঙা চেলি, চক্ষুপাতে লাগায় অঞ্জন, বক্ষে করে কদম্বের কেশর রঞ্জন । দিগন্তের অভিষেকে বাতাস অরণ্যে ফিরি নিমন্ত্রণ যায় হেঁকে হেঁকে । যেদিন প্রণয়ী বক্ষতলে মিলনের পাত্রখানি ভরে অকারণ অশ্রজলে, কবির সংগীত বাজে গভীর বিরহে,— নহে নহে, সেদিন তো মহে । সে কি তবে ফাঙ্কনের দিনে, যেদিন বাতাস ফিরে গন্ধ চিনে চিনে সবিস্ময়ে বনে বনে, শুধায় সে মল্লিকারে কাঞ্চন-রঙ্গনে, তুমি কবে এলে। নাগকেশরের কুঞ্জ কেশর ধুলায় দেয় ফেলে ঐশ্বর্যগৌরবে । কলরবে অজস্র মিশায় বিহঙ্গম ফুলের বর্ণের রঙ্গে ধ্বনির সংগম ; 84