পাতা:রবীন্দ্র-রচনাবলী (পঞ্চদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় ১৩৩৫ [ বাঙ্গালোর ] মহুয়া পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে, মোর বাণীরূপ দেখিলাম আজি নিবরিণী । তোমার প্রবাহে মনেরে জাগায়, নিজেরে চিনি । শুকতারা সুন্দরী তুমি শুকতারা সুদুর শৈলশিখরাস্তে, শর্বরী যবে হবে সারা দর্শন দিয়ে দিকভ্রান্তে । ধরা যেথা অম্বরে মেশে আমি আধো-জাগ্রত চন্দ্র, আঁধারের বক্ষের পরে অাধেক আলোকরেখারন্ধ । অামার আসন রাখে পেতে নিদ্রাগহন মহাশূন্ত, তন্ত্রী বাজাই স্বপনেতে তন্দ্রা ঈষৎ করি ক্ষুন্ন । মন্দ চরণে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ । স্বর থেমে আসে বারে বারে, ক্লাস্তিতে আমি অবশাঙ্গ । ミや