পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミ● রবীন্দ্র-রচনাবলী ওকে দেখে অবাক হয়ে থাকি, সব মাতুষের মধ্যে মাতুষ অভয় অসংকোচ— তার বাড়া ওর নেই তো পরিচয় দেশের মানুষ এসেছে তার অারেক জন । ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে যা-খুশি তাই ছবি একে একে যেখানে তার খুশি । সে ছবি কেউ দেখে কিম্বা না’ই দেখে ভালো বলে নাই বলে— খেয়াল কিছুই নেই। দুইজনেতে পাশাপাশি কাকর-ঢাল পথ দিয়ে ঐ যাচ্ছে চলে দুই টুকরো শরৎকালের মেঘ । নয় ওরা তো শিকড়-বাধা গাছের মতে, ওরা মাতুষ— ছুটি ওদের সকল দেশে সকল কালে কর্ম ওদের সবখানে, নিবাস ওদের সব মানুষের মাঝে । মন যে ওদের শ্রোতের মতে সব কিছুরেই ভাসিয়ে চলে— কোনোখানেই আটকা পড়ে না সে । সব মানুষের ভিতর দিয়ে আনাগোনার বড়ো রাস্ত তৈরি হবে, এরাই আছে সেই রাস্তার কাজে এই যত-সব ঘরছাড়াদের দল ৯৭ ভাদ্র ১৩৩৯