পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

محاج রবীন্দ্র-রচনাবলী পলাতক৷ কোথা তুমি গেলে ষে মোটরে শহরের গলির কোটরে, একৃজামিনেশনের তাড়া । কেতাবের পরে ঝুঁকে থাক, বেণীর ভগা ও দেখি নাকো, দিনে রাতে পাই নে যে সাড়া আমার চায়ের সভা শূন্ত, মনটা নিরতিশয় ক্ষুণ্ণ, স্থমুখে ন ফর বনমালী । ‘স্বমুখ’ তাহারে বলা মিছে, মুখ দেখে মন যায় খি চে, বিনাদোষে দিই তারে গালি । ভোজন ওজনে অতি কম— নাই রুটি, লাই আপলুদম, লাই রুই মাছের কালিয়া । জঠর ভরাই শুধু দিয়ে to-contai Chinese tea-ca অধিসের দুগ্ধ ঢালিয়া । উদাস হৃদয়ে থাই এক1 টিনের মাথন দিয়ে সে ক"। রুটি-তে সি শুধু থান তিন । গোটা-দুই কলা খাই শুনে, তারই সাথে বিলিতি-বেগুনে কিছু পাওয়া যায় ভিটামিন । মাঝে মাঝে পাই পুলিপিঠে, পার করে দিই দু চারিটে খেজুর গুড়ের সাথে মেপে ।