পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিলাইদহ, বোট ৪ পৌষ, ১২৯৯ সোনার তরী এস স্বপ্তি, এস শাস্তি, এস প্রিয়ে, মুগ্ধ মৌন সকরুণ কাস্তি, বক্ষে মোরে লহ টানি,— শোয়াও যতনে মরণ-স্বস্নিগ্ধ শুভ্র বিস্মৃতি শয়নে । অনাদৃত তখন তরুণ রবি প্রভাতকালে আনিছে উষার পূজা সোনার থালে। সীমাহীন নীল জল করিতেছে থলথল, রাঙা রেখা জলজল কিরণমালে । তখন উঠিছে রবি গগনভালে । গাথিতেছিলাম জাল বসিয়া তীরে । বারেক অতলপানে চাহিদু ধীরে ; শুনিমু কাহার বাণী, পরান লইল টানি, যতনে সে জালখানি তুলিয়া শিরে ঘুরায়ে ফেলিয়া দিহু সুদূর নীরে । নাহি জানি কত কী যে উঠিল জালে । কোনোটা হাসির মতো কিরণ ঢালে, কোনোট বা টলটল কঠিন নয়নজল, কোনোটা শরম-ছল বধুর গালে, সেদিন সাগরতীরে প্রভাতকালে । ፃፃ