পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wwל অজুন । চিত্রাঙ্গদ । অজুন । চিত্রাঙ্গদা । অজুর্ন । রবীন্দ্র-রচনাবলী Ե অজুন ও চিত্রাঙ্গদা কোনো গৃহ নাই তব প্রিয়ে, যে-ভবনে কঁাদিছে বিরহে তব প্রিয়পরিজন ? নিত্য স্নেহসেবা দিয়ে যে আনন্দপুী রেখেছিলে সুধামগ্ন করে, যেথাকার প্রদীপ নিবায়ে দিয়ে এসেছ চলিয়া অরণ্যের মাঝে ? আপন শৈশবস্তৃতি যেথায় কঁাদিতে যায় হেন স্থান নাই ? প্রশ্ন কেন ? তবে কি আনন্দ মিটে গেছে ? যা দেখিছ তাই আমি, আর কিছু নাই পরিচয় । প্রভাতে এই যে দুলিতেছে কিংশুকের একটি পল্লবপ্রান্তভাগে একটি শিশির, এর কোনো নামধাম আছে ? এর কি শুধায় কেহ পরিচয় । তুমি যারে ভালোবাসিয়াছ, সে এমনি শিশিরের কণা, নামধামহীন । কিছু তার নাই কি বন্ধন পৃথিবীতে। এক বিন্দু স্বর্গ শুধু ভূমিতলে ভুলে পড়ে গেছে ? তাই বটে। শুধু নিমেষের তরে দিয়েছে আপন উজ্জলতা অরণ্যের কুসুমেরে । তাই সদা হারাই হারাই করে প্রাণ, তৃপ্তি নাহি পাই, শান্তি নাহি মানি । সুতুলভে, আরো কাছাকাছি এস । নামধামগোত্ৰগৃহ বাক্যদেহমনে