পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুপতি । বিসর্জন छूर्ष षष्ठ প্রথম দৃশ্য গোবিন্দমাণিক্য । অপরাধ করিছ স্বীকার ? বিচারসভা গোবিন্দমাণিক্য, রঘুপতি, নক্ষত্র রায়, সভাসদগণ ও প্রহরিগণ গোবিন্দমাণিক্য । ( রঘুপতিকে ) আর কিছু বলিবার আছে ? কিছু নাই । অপরাধ ? রঘুপতি । অপরাধ করিয়াছি বটে। দেবীপূজা করিতে পারি নি শেষ,—মোহে মূঢ় হয়ে বিলম্ব করেছি অকারণে । তার শাস্তি দিতেছেন দেবী, তুমি উপলক্ষ শুধু । গোবিন্দমাণিক্য । শুন সর্বলোক, আমার নিয়ম এই— রঘুপতি । পবিত্র পূজার ছলে দেবতার কাছে যে মোহাজ দিৰে জীববলি, কিংবা তারি করিবে উদ্যোগ রাজ-আজ্ঞা তুচ্ছ করি, নির্বাসনদও তার প্রতি । রঘুপতি, অষ্ট বর্ষ নির্বাসনে করিবে যাপন ; তোমারে আসিবে রেখে সৈন্ত চারি জন ब्रां८छIब्र वांश्८िब्र । দেবী ছাড়া এ জগতে এ জাস্থ হয় নি নত আর কারো কাছে । আমি বিপ্ৰ তুমি শূত্র, তবু জোড়করে নতজামু আজ আমি প্রার্থনা করিৰ তোমা কাছে, ছুই দিন দাও অবসর শ্রাবণের শেষ ছুই দিন । তার পরে শরতের প্রখম প্রত্যুষে—চলে যাৰ එNO’