পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৬ রবীন্দ্র-রচনাবলী যারা মোরে ভালোবাসে ঘুরে ফিরে কাছে আসে, হাসিখুশি আশেপাশে নম্বনের আলো । বাহবা যে জন চায় বসে থাক্ চৌমাথায়, নাচুক তৃণের প্রায় পথিকের স্রোতে। পরের মুখের বুলি उक्रक डिकद्र कूलि, নাই চাল নাই চুলি ধূলির পর্বতে। ८वाफ़ शांम्न शैौर्ष छ्म, লেখনী না হয় বন্ধ, বক্তৃতার নাম গন্ধ পেলে রক্ষে নেই। ফেনা ঢোকে নাকে চোখে, প্রবল মিলের ঝোকে ভেসে যাই এক রোখে বুঝি দক্ষিণেই । বাহিরেতে চেয়ে দেখি, দেবতা-দুৰ্যোগ এ কী ! বসে বসে লিখিতে কি আর সরে মন! আৰ্দ্ৰ বায়ু বহে বেগে, গাছপালা ওঠে জেগে, ঘনঘোর স্নিগ্ধ মেঘে আঁধার গগন । বেলা যায়, বৃষ্টি বাড়ে, বসি আলিসার জাড়ে ভিজে কাক ডাক ছাড়ে মনের অসুখে । রাজপথ জনহীন, उदू गाइ छूहे ठिन ছাতার ভিতরে লীন ধায় গৃহমুখে। বৃষ্টি-ঘেরা চারি ধার, ঘনহাম অন্ধকার, ঝুপ ঝুপ শব্দ, আর ঝর ঝর পাতা । থেকে থেকে ক্ষণে ক্ষণে শুক্ল গুর গরজনে মেঘদূত পড়ে মনে আষাঢ়ের গাথা। পড়ে মনে বরিষার বৃন্দাবন অভিসার, একাকিনী রাধিকার চকিত চরণ । शांभल उभांजऊल, নীল शशूनांब्र जण, चब्रि झुन्नेि झ्ण झण नजिन-मष्ट्रन । এ ভরা বাদর দিনে কে বাচিবে খাম বিনে, কাননের পথ চিনে মন যেতে চায়।