পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\e কড়ি ও কোমল পশ্চিমসাগর তলে আছে বুঝি বিরাট গহ্নর, সেথায় ঘুমাৰে বলে ডুৰিতেছে বাস্থকি-ভগিনী, भांथांग्न वश्म्नि उठांब्र व्यङ लक ब्रड८मब्र कsif ; শিয়রেতে সারাদিন জেগে রবে বিপুল সাগর ; নিভৃতে স্তিমিত দীপে চুপি চুপি কহিয়া কাহিনী মিলি কত নাগবালা স্বপ্নমালা করিবে রচনা ৷ বৈতরণী আশ্রস্রোতে স্ফীত হয়ে বহে বৈতরণী, চৌদিকে চাপিয়া আছে আঁধার রজনী। পূর্ব তীর হতে হুহ আসিছে নিশ্বাস যাত্রী লয়ে পশ্চিমেতে চলেছে তরণী । মাঝে মাঝে দেখা দেয় বিদ্যুৎ-বিকাশ, কেহ কারে নাহি চেনে বসে নত শিরে । গলে ছিল বিদায়ের অশ্রীকণা-হার ছিন্ন হয়ে একে একে ঝরে পড়ে নীরে । ওই বুঝি দেখা যায় ছায় পরপার, অন্ধকারে মিটি মিটি তারা-দীপ জলে । ८झांथांम्न कि विन्बद्ध१, नि:चध्र निजांब्र শয়ন রচিয়া দিৰে ঝরা ফুলদলে । অথবা অকুলে শুধু অনন্ত রজনী, ভেসে চলে কর্ণধারবিহীন তরণী ॥ ^రి