পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8B९ রবীন্দ্র-রচনাবলী मूबरब उँीशंद्र विकिक्ष मनवण कङक कङक ऊँीशब्र निकट जानिबा खूपॆण এবং সেখানে তিনি নূতন সৈন্তও সংগ্ৰহ করিলেন। ভেরিয়াগড়ি ও শিকলিগলির দুর্গ সংস্কার করিয়া এবং নদীতীরে পাহাড়ের উপরে প্রাচীর নির্মাণ করিয়া তিনি দৃঢ় হইয়া বসিলেন । এদিকে ঔরংজীব তাহার বিচক্ষণ সেনাপতি মীরজুমলাকে কুমার মহম্মদের সাহায্যে পাঠাইলেন। কুমার মহম্মদ প্রকাগু ভাবে মুঙ্গেরের দুর্গের অনতিদূরে আসিয়া শিবির স্থাপন করিলেন, এবং মীরজুমলা অন্ত গোপন পথ দিয়া মুঙ্গের অভিমুখে যাত্রা করিলেন । যখন স্বজ কুমার মহম্মদের সহিত ছোটোখাটো যুদ্ধে ব্যাপৃত আছেন, এমন সময় সহসা সংবাদ পাইলেন যে, মীরজুমলা বহুসংখ্যক সৈন্য লইয়। বসন্তপুরে আসিয়া পৌঁছিয়াছেন। স্বজা ব্যস্ত হইয়া তৎক্ষণাৎ তাহার সমস্ত সৈন্য লইয়া মুঙ্গের ছাড়িয়া রাজমহলে পলায়ন করিলেন । সেইখানেই তাহার সমস্ত পরিবার বাস করিতেছিল । সম্রাট-সৈন্ত অবিলম্বে সেখানেও তাহার অনুসরণ করিল। স্বজা ছয় দিন ধরিয়া প্রাণপণে যুদ্ধ করিয়া শত্রুসৈন্তকে অগ্রসর হইতে দিলেন না । কিন্তু যখন দেখিলেন আর রক্ষা হয় না, তখন এক দিন অন্ধকার ঝড়ের রাত্রে তাহার পরিবারসকল ও যথাসম্ভৰ ধনসম্পত্তি লইয়া নদী পার হইয়া তোণ্ডায় পলায়ন করিলেন, এবং অবিলম্বে সেখানকার দুর্গ সংস্কারে প্রবৃত্ত হইলেন । এই সময়ে ঘনবর্ষ আসিল, নদী অত্যন্ত স্ফীত এবং পথ দুর্গম হইয়া উঠিল। সম্রাট-সৈন্তেরা অগ্রসর হইতে পারিল না। এই যুদ্ধ বিগ্রহের পূর্বে কুমার মহম্মদের সহিত স্বজার কন্যার বিবাহের সমস্ত স্থির হইয়াছিল। কিন্তু এই যুদ্ধের উপদ্রবে সে প্রস্তাব উভয় পক্ষই বিশ্বত হইয়াছিল। বর্ষায় তখন যুদ্ধ স্থগিত আছে এবং মীরজুমলা রাজমহল হইতে কিছু দূরে র্তাহার শিবির লইয়া গেছেন, এমন সময় স্বজার এক জন সৈনিক তোগুার শিবির হইতে আসিয়া গোপনে কুমার মহম্মদের হস্তে একখানি পত্র দিল। কুমার খুলিয়া দেখিলেন স্বজার কন্যা লিখিতেছেন, "কুমার, এই কি আমার অদৃষ্টে ছিল। ধাহাকে মনে মনে স্বামীরূপে বরণ করিয়া আমার সমগ্র হৃদয় সমর্পণ করিয়াছি, যিনি অঙ্গুরীয় বিনিময় করিয়া আমাকে গ্রহণ করিবেন বলিয়া প্রতিশ্রত হইয়াছিলেন--তিনি আজি নিষ্ঠুর তরবারি হস্তে আমার পিতার প্রাণ লইতে আসিয়াছেন এই কি আমাকে দেখিতে হইল। কুমার, এই কি আমাদের বিবাহ-উৎসব। তাই কি এত সমারোহ। उोहे कि चांभांप्नद्र ब्रांखभश्ण चाज ब्रङवर्न। उाहे कि, कूभाग्न किन्नि इहेष्ठ । লোহার শৃঙ্খল হাতে করিয়া আনিয়াছেন। এই কি প্রেমের শৃঙ্খল।”