পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રન बेबौठ-ब्रध्नांबलौ কেৰলি নূতনে আশ, সৌন্দর্ধেতে অবিশ্বাস, ऐंठग्रांमन फ्रांश् िनिनब्रांङ, সে সকল ভুলে গিয়ে কোণে বসে খাতা নিয়ে মহানন্দে কাটিছে প্রভাত। দক্ষিণের বারান্দায় tबफ़ाई भूभ्द्र थांब्र অপরাষ্ট্রে পড়ে তরুচ্ছায়া, কল্পনার ধনগুলি হৃদয়-দোলায় দুলি প্রতিক্ষণে লভিতেছে কায়া। সেবি বাহিরের বায়ু বাড়ে তাহাদের আয়ু ভোগ করে চাদের অমিয়, ভেদ করি মোর প্রাণ জীবন করিয়া পান হইতেছে জীবনের প্রিয়। এত তারা জেগে আছে নিশিদিন কাছে কাছে এত কথা কয় শত স্বরে, তাহাদের তুলনায় আর সবে ছায়াপ্রায় আসে যায় নয়নের পরে । আজ সব হল সারা বিদায় লয়েছে তারা নূতন বেঁধেছে ঘরবাড়ি, এখন স্বাধীন বলে বাহিরে এসেছে চলে অস্তরের পিতৃগৃহ ছাড়ি । তাই এত দিন পরে আজি নিজমূর্তি ধরে প্রবাসের বিরহ-বেদনা, তোদের কাছেতে যেতে তোদিকে নিকটে পেতে জাগিতেছে একান্ত বাসনা ।