পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোড়ায় গলদ २8S নিবারণ। পালিয়েছে নাকি ! কী করা যায় ! শিবচরণ। ব্যস্ত হোয়ো না ভাই— সব ঠিক হয়ে যাবে। বড়ো বড়ো ক্রিয়াকর্মের সময় মাথা ঠাণ্ডা রাখা ভারি দরকার। কিন্তু এই রেধো বেটার সঙ্গে তো আর পারিনে ! আমি তাকে পই পই’ করে বললুম, তুমি নিজে দাড়িয়ে থেকে লুচিগুলো ভাজিয়ে, কিন্তু কাল থেকে হতভাগা বেটার চুলের টিকি দেখবার জো নেই । লুচি যেন কিছু কম পড়েছে বোধ হচ্ছে । .ہے নিবারণ। বল কী শিবু তা হলে তো সর্বনাশ । শিবচরণ। ভয় কী দাদা ! তুমি নিশ্চিন্ত থাকে, সে আমি করে নিচ্ছি। এক বার রাধুর দেখা পেলে হয়, তাকে আচ্ছা করে শুনিয়ে দিতে হবে। চন্দ্রকান্ত, নিমাই প্রভৃতির প্রবেশ নিবারণ । আহার প্রস্তুত, চন্দ্রবাৰু, কিছু খাবেন চলুন । চন্দ্রকান্ত । অামাদের পরে হবে, আগে সকলের হোক । শিবচরণ। না না, একে একে সব হয়ে যাক। চলো চন্দর তোমাদের খাইয়ে আনি । নিবারণ, তুমি কিছু ব্যস্ত হোয়ো না, আমি সব ঠিক করে নিচ্ছি। কিন্তু লুচিটা কিছু কম পড়বে বোধ হচ্ছে। নিবারণ। তা হলে কী হবে শিবু ! শিবচরণ। ঐ দেখে ! মিছিমিছি ভাব কেন । সে সব ঠিক হয়ে যাবে। এখন কেবল সন্দেশগুলো এসে পৌছলে বাচি । আমার তো বোধ হচ্ছে ময়রা বেটা বায়না নিয়ে ফাকি দিলে । নিবারণ। বল কী ভাই ! শিবচরণ। ব্যস্ত হোয়ো না, আমি সব দেখে শুনে নিচ্ছি । [ সকলকে ডাকিয়া লইয়া প্রস্থান