পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r ' ' ..." . = " -ب f i f o, * i. jo 缺 যেন আমাদের মহা অনৰ্ণপাত ঘটিছে। যদি বস্তুতই আমাদের সেইরূপ বিশ্বাসই হয়, তবে বিল পাস হইয়া গেল বলিয়াই অমনি স্থনিজার আয়োজন করিতে হইবে, ইহার হেতু খুজিয়া পাওয়া যায় না। দেশের সত্যই যদি কোনো দারুণ অনিষ্ট ঘটিবার কারণ থাকে, তবে গবৰেণ্ট আমাদের দোহাই মানিলেন না বলিয়াই আমরা নিজেরাও যথাসাধ্য প্রতিকার-চেষ্টা করিব না, ইহার অর্থ কী । আন্দোলনসভায় আমরা যে-পরিমাণে স্বর চড়াইয়া কাদিয়াছিলাম, রং ফলাইয়া ভাবী সর্বনাশের ছবি জাকিয়াছিলাম, আমাদের বর্তমান নিশ্চেষ্টত কি আমাদের সেই পরিমাণ লজ্জার বিষয় নহে। বেদন যদি অকপট হয়, শঙ্কা যদি ভান না হয়, তবে আজ আমরা চুপচাপ করিয়া বসিয়া নিজের জুই গালে চূণকালি লেপিতেছি । - রবীন্দ্রনাথ প্রস্তাব করিলেন, ‘নিজেদের বিস্তাদানের ভার নিজেরা গ্রহণ করিতে হইৰে : * i { ुन्? বসিয়া-বসিয়া আক্ষেপ করিলে চলিবে না । আমরা নিজেরা যাহা করিতে পারি তাহারই জন্য আমাদিগকে কোমর বাধিতে হইবে।. বিশেষ প্রয়োজন হইয়াছে— নিজেদের বিস্তাদানের ব্যবস্থাভার নিজেরা গ্রহণ করা । তাহাতে আমাদের বিদ্যামন্দিরে কেন্থি,জ-অক্সফোর্ডের প্রকাও পাষাণ প্রতিরূপ প্রতিষ্ঠিত হইবে না জানি, তাহার সাজসরঞ্জাম দরিত্রের উপযুক্ত হইবে...কিন্তু জাগ্রত সরস্বতী শ্রদ্ধাশতদলে আসীন হইবেন, তিনি জননীর মতো করিয়া সস্তানদিগকে অমৃত পরিবেষণ করিবেন, ধনমদগর্বিতা বণিকৃগৃহিণীর মতো উচ্চ বাতায়নে দাড়াইয়া দূর श्हेप्ड डिक्रू'कविनाच्न कब्रिट्वन ना । . . . ভূমিকা রচনাবলীর বর্তমান খণ্ডে মুঞ্জিত বিভিন্ন গ্রন্থের স্থচনাগুলি কবি রচনাৰলীর জন্য সম্প্রতি লিখিয়া দিয়াছেন। । I