পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুনশ্চ বিশ্বশোক দুঃখের দিনে লেখনীকে বলি– লজ্জা দিয়ে না । সকলের নয় যে আঘাত ধোরো না সবার চোখে | ঢেকে না মুখ অন্ধকারে, রেখো না দ্বারে অাগল দিয়ে । জালো সকল রঙের উজ্জল বাতি, কৃপণ হোয়ে না । অতি বৃহৎ বিশ্ব, অম্লান তার মহিমা, অক্ষুব্ধ তার প্রকৃতি । মাথা তুলেছে দুর্দশ স্বর্যলোকে, অবিচলিত অকরুণ দৃষ্টি তার অনিমেষ, অকম্পিত বক্ষ প্রসারিত গিরি নদী প্রাস্তরে । অামার সে নয়, সে অসংখ্যের । বাজে তার ভেরী সকল দিকে, জলে অনিভৃত আলো, দোলে পতাকা মহাকাশে । তার সমুখে লজ্জা দিয়ে না— আমার ক্ষতি আমার ব্যথা তার সমুখে কণার কণা। এই ব্যথাকে আমার বলে ভুলব যখনি । তখনি সে প্রকাশ পাবে বিশ্বরূপে । 않업