পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 - রবীজ-রচনাবলী নক্ষত্র রায় অস্থির হইয়া পড়িলেন। রঘুপতি গভীরস্বরে কহিলেন, “আমিই সেই বিটল ব্রাহ্মণ ।” পীতাম্বর হাসিয়া উঠিলেন, কহিলেন, “তৰে তো আপনার সাক্ষাতে আপনার বর্ণনা করাটা ভালো হয় নাই। জানিলে কোন পিতার পুত্র এমন কাজ করিত। কিছু মনে করিবেন না ঠাকুর, অসাক্ষাতে লোকে কী না বলে। জামাকে যাহারা সম্মুখে বলে রাজা, তাহারা আড়ালে বলে পিতু। মুখের সামনে কিছু না বলিলেই হইল, আমি তো এই বুঝি। আসল কথা কী জানেন, আপনার মুখটা কেমন ভারি অপ্রসন্ন দেখাইতেছে, কাহারও এমন মুখের ভাব দেখিলে লোকে তাহার নামে নিন্দ রটার । মহারাজ এত প্রাতে যে নদীতীরে ।” নক্ষত্র রায় কিছু করুণ স্বরে কহিলেন, “আমি ধে চলিলাম দেওয়ানজি ।” পীতাম্বর । "চলিলেন ? কোথায় ? ন-পাড়ায়, মণ্ডলদের বাড়ি ?” নক্ষত্র। না দেওয়ানজি, মওলদের বাড়ি নয়। অনেক দূর ।” পীতাম্বর। অনেক দূর। তবে কি পাইকঘাটায় শিকারে যাইতেছেন ?” নক্ষত্র রায় এক বার রঘুপতির মুখের দিকে চাহিয়া কেবল বিষ ভাবে ঘাড় নাড়িলেন । রঘুপতি কহিলেন, “বেলা বহিয়া যায়, নৌকায় উঠা হউক।” পীতাম্বর অত্যন্ত সন্দিগ্ধ ও ক্রুদ্ধ ভাবে ব্রাহ্মণের মুখের দিকে চাহিলেন, কহিলেন, “তুমি কে হে ঠাকুর। আমাদের মহারাজকে হুকুম করিতে আসিয়াছ।” নক্ষত্র ব্যস্ত হইয়া পীতাম্বরকে এক পাশে টানিয়া লইয়া কহিলেন, "উনি আমাদের ●क्ॐांकूव्र " পীতাম্বর বলিয়া উঠিলেন, “হ’ক না গুরুঠাকুর । উনি আমাদের চণ্ডীমণ্ডপে থাকুন, চাল-কলা বরাঙ্গ করিয়া দিব, সমাদরে থাকিবেন—মহারাজকে উহার কিসের আবশুক ।” রঘুপতি। “বৃথা সময় নষ্ট হইতেছে—আমি তবে চলিলাম।” পীতাম্বর । “যে আঙ্গে, বিলম্বে ফল কী, মশায় চটপট সরিয়া পড়ুন। মহারাজকে লইয়া জামি প্রাসাদে যাইতেছি।” নক্ষত্র রায় এক বার রঘুপতির মুখের দিকে চাহিয়া এক বার পীতাম্বরের মুখের দিকে চাহিয়া মৃদ্ধস্বরে কহিলেন, “না দেওয়ানজি, আমি যাই।" नैौडांचब्र । “उरब चाभिe बाहे, cणांकजन गप्न नफ़ेन । ब्रांबांब बण्डा চলুন। রাজা যাইবেন, সঙ্গে দেওয়ানজি যাইবে না ?”