পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী দিনগুলি প্রতি প্রাতে খুলিতেছে জীবনের नूडनं यथTांश्च ; তুমি শুধু এক প্রান্তে বসে আছ আহুনিশি স্তব্ধ নেত্র খুলি,— মাঝে মাঝে রাত্ৰিবেলা উঠ পক্ষ ঝাপটিয়া বক্ষ উঠে জুলি । যে স্থদুর সমুদ্রের পরপার-রাজ্য হতে আসিয়াছ হেথা, এনেছ কি সেথাকার নূতন সংবাদ কিছু গোপন বারতা । সেথা শব্দহীন তীরে উমিগুলি তালে তালে মহামতেদ বাজে, সেই ধ্বনি কী করিয়া ধ্বনিয়া তুলিছ মোর ক্ষুদ্র বক্ষমাঝে । রাত্রিদিন ধুকধুক হৃদয়পঞ্জর-তটে আনস্তের ঢেউ, অবিশ্রাম বাজিতেছে সুগম্ভীর সমতানে শুনিছে না কেউ । অামার এ হৃদয়ের ছোটোখাটো গীতগুলি, স্নেহ-কলরব, তারি মাঝে কে আনিল দিশাহীন সমুদ্রের সংগীত ভৈরব । তুই কি বাসিস ভালো আমার এ বক্ষোবাসী পরান-পক্ষীরে, তাই এর পাশ্বে এসে কাছে বসেছিস ঘেঁষে অতি ধীরে ধীরে ?