পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミbア ब्रबीज-ब्रध्नांबणौ মান হয়ে গেছে কত উংস্কক উন্মুখ ভালোবাসা । শুধু ও-চরণ হৃদয়ে বিরাজে, শুধু ওই বীণা চিরদিন বাজে, স্নেহস্বরে ডাকে অস্তরমাঝে,— আয় রে বৎস আয়, ফেলে রেখে আয় হাসিক্ৰন্দন, ছিড়ে আয় যত মিছে বন্ধন, হেথা ছায়া আছে চিরনন্দন চিরবসন্ত বায় । সেই ভালো মা গো, যাক যাহা যায়, জন্মের মতো বরিন্থ তোমায়, কমলগন্ধ কোমল দু-পায় বার বার নমো নম । এত বলি কবি থামাইল গান, বসিয়া রহিল মুগ্ধ নয়ান, বাজিতে লাগিল হৃদয় পরান বীণাঝংকারসম । পুলকিত রাজা, জাখি ছলছল, আসন ছাড়িয়া নামিলা ভূতল, দু-বাহু বাড়ায়ে পরান উতল কবিরে লইলা বুকে, কহিলা, “ধন্য, কবি গো, ধন্ত, আনন্দে মন সমাচ্ছন্ন, তোমারে কী আমি কহিব অন্য, চিরদিন থাকো সুখে । ভাবিয়া না পাই কী দিব তোমারে, করি পরিতোষ কোন উপহারে, যাহা কিছু আছে রাজভাণ্ডারে সব দিতে পারি অানি ।”