পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল স্বপ্নরুদ্ধ । নিষ্ফল হয়েছি আমি সংসারের কাজে, লোকমাঝে জাখি তুলে পারি না চাহিতে। ভাসায়ে জীবন-তরী সাগরের মাঝে, তরঙ্গ লঙ্ঘন করি পারি না বাহিতে । পুরুষের মতো যত মানবের সাথে যোগ দিতে পারি নাকো লয়ে নিজ বল, সহস্ৰ সংকল্প শুধু ভরা দুই হাতে বিফলে শুকায় যেন লক্ষ্মণের ফল । আমি গাথি আপনার চারি দিক.ঘিরে সূক্ষ্ম রেশমের জাল কীটের মতন। মগ্ন থাকি আপনার মধুর তিমিরে, দেখি না এ জগতের প্রকাও জীবন। কেন আমি আপনার অন্তরালে থাকি, মুত্রিত পাতার মাঝে কাদে অন্ধ আঁখি । অক্ষমতা এ ষেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা, সলিল রয়েছে পড়ে শুধু দেহ নাই। এ কেবল হৃদরে বল স্বরাশা সাধের বস্তুর মাঝে করে চাই চাই । ছুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল কেবল পথের পানে চেয়ে বসে থাকা । भांनब-बौवन दृषन नकणि निद्मण, বিশ্ব যেন চিত্ৰপট, আমি যেন জাৰণ । छिब्रनिन दूडूचिकड ●थां4-इडांश्नन আমায়ে কৰিছে ছাই প্রতি পলে পলে ; 33