পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 রবীন্দ্র-রচনাবলী ফুরায়ে গিয়েছে যত অশ্র-গলা গান তোমার অস্তরে তারা আজিও জাগিছে অফুরান, হে পাষাণ, অমর পাষাণ । বিদীর্ণ হৃদয় হতে বাহিরে আনিল বহি সে-রাজবিরহী বিরহের রত্নখানি ; দিল অগনি বিশ্বলোক-হাতে সবার সাক্ষণতে । নাই সেথা সম্রাটের প্রহরী সৈনিক, ঘিরিয়া ধরেছে তারে দশদিক । আকাশ তাহার পরে যত্নভরে রেখে দেয় নীরব চুম্বন চিরন্তন ; প্রথম মিলনপ্রভা রক্তশোভা দেয় তারে প্রভাত-অরুণ, বিরহের স্নানহাসে & পাণ্ডুভাসে জ্যোৎস্না তারে করিছে করুণ । সম্রাটমহিষী, তোমার প্রেমের স্মৃতি সৌন্দর্যে হয়েছে মহীয়সী। সে-স্মৃতি তোমারে ছেড়ে গেছে বেড়ে সর্বলোকে জীবনের অক্ষয় আলোকে ।