পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ আষাঢ় ক্ষণিক আজি তরুতলে দাড়ায়েছে জল, কোথা বসিবার ঠাই ? কাল যাহা ছিল সে ছায়। সে অালে সে গন্ধগান নাই । তবু ক্ষণকাল রহ ত্বরাহীন, ছিন্ন কুসুম পঙ্কে মলিন ভূতল হইতে যতনে তুলিয়৷ ধুয়ে ধুয়ে দিব তাই । আজি তরুতলে দাড়ায়েছে জল, কোথা বসিবার ঠাই ? এত দিন পরে তুমি যে এসেছ কী জানি কী ভাবি মনে । প্রভাত আজিকে অরুণবিহীন, কুসুম লুটায় বনে । যাহা অাছে লও প্রসন্ন করে, ও সাজি তোমার ভরে কি না ভরে— ওই-যে আবার নামে বারিধার ঝরঝর বরষনে । এত দিন পরে তুমি যে এসেছ কী জানি কী ভাবি মনে । অবিনয় হে নিরুপমা, চপলতা আজ যদি কিছু ঘটে করিয়ো ক্ষমা | २ॐ({