পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিক । এ পথ গেছে কত গণয়ে কত গাছের ছায়ে ছায়ে কত মাঠের গায়ে গায়ে কত বনে । আমি শুধু হেথায় এলেম অকণরণে | অারেক দিন সে ফাগুন-মাসে বহু আগে চলেছিলেম এই পথে সেই মনে জাগে । অামের বোলের গন্ধে অবশ বাতাস ছিল উদাস অলস, ঘাটের শানে বাজছে কলস ক্ষণে ক্ষণে । সে-সব কথা ভাবছি বসে অকারণে । দীর্ঘ হয়ে পড়ছে পথে বঁকি ছয়, গোষ্ঠঘরে ফিরছে পেন্স শ্রান্তকায় । গোধূলিতে খেতের পরে ধূসর আলো ধু ধু করে, বসে অাছে খেয়ার তরে পাস্থ জনে । আবার ধীরে চলছি ফিরে অকারণে । २ ({ 9