পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী وند ه সাধারণ, এমন-কি, ভারতের অন্যত্রও নেই। অন্য প্রদেশের পাঠক এই ব্যাপারকে আপত্তিজনক বলে মনে করতে পারে।... হয়তো এ সম্বন্ধে একটু ভূমিকা করে দিলে জিনিসটা কৌতুকাবহ হতেও পারে। আমাদের দেশের একজন সাহিত্য-অধ্যাপক প্রমাণ করে দিয়েছেন আমার লেখায় যথার্থ হাস্যরস নেই, দৃষ্টান্তস্থলে চিরকুমার-সভারও উল্লেখ করেছেন । র্তার মতে গীতিকাব্যলেখকদের কলম হাসতে ও হাসাতে পারে না। অতএব, সাবধান হবেন । ইতি ১০ অক্টোবর ১৯৩৫ —প্রবাসী । ভাদ্র ১৩৪৮ গল্পগুচ্ছ রচনাবলীর এই খণ্ডে সংকলিত পাচটি গল্প ১২৯৮ সালের অগ্রহায়ণ–চৈত্র এই পাচ মাসে সাধনা মাসিকপত্রে প্রথম প্রকাশলাভ করে। বর্তমান গ্রন্থে প্রত্যেক রচনার শেষে সাধনায় প্রকাশের কাল মুদ্রিত হইয়াছে। * খোকাবাবুর প্রত্যাবর্তন, সম্পত্তি-সমর্পণ ও কঙ্কাল ‘বিচিত্র গল্প প্রথম ভাগে ( ১৩০১) এবং দালিয়া ও মুক্তির উপায় বিচিত্র গল্প দ্বিতীয় ভাগে (১৩০১) সংকলিত হয় ; গ্রন্থমধ্যে সেই উহাদের প্রথম প্রচার । , মুক্তির উপায় গল্প অবলম্বনে লিখিত ওই নামের নাটক ‘অলকা ( আশ্বিন ১৩৪৫ ) মাসিক পত্রে মুদ্রিত হইয়াছিল, অধুনা গ্রন্থাকারে প্রকাশিত হইয়াছে। শান্তিনিকেতন বর্তমান খণ্ডে শাস্তিনিকেতন গ্রন্থের ১৩শ-১৭শ খণ্ড মুদ্রণের ফলে এই রচনাপর্ষায় সমাপ্ত হইল। রচনাগুলির অধিকাংশই শাস্তিনিকেতন-জাপ্রমের উপাসনামন্দিরে উক্ত হইয়াছিল ; কোনো কোনো ক্ষেত্রে ভাষণের তারিখও মুদ্রিত আছে। রচনাগুলির সাময়িক পত্রে প্রকাশের কাল সব সময়ে পাওয়া যায় না ; যে-সকল ক্ষেত্রে পাওয়া গিয়াছে ( প্রবাসী, ভারতী অথবা তত্ত্ববোধিনী পত্রিকায় পাওয়া যায় ) উহ রচনাশেষে স্বতন্ত্র অনুচ্ছেদরূপে সংকলিত হইল । শাস্তিনিকেতন ত্রয়োদশ খণ্ডে প্রকাশিত 'আত্মবোধ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঐযুক্ত নির্মলচন্দ্র দে’কে একটি চিঠিতে লিখিয়াছেন— আত্মবোধ প্রবন্ধটা এখানে আমার সম্মুখে নাই, এইজন্য আপনারা যে বিশেষ অংশটির কথা উত্থাপন করিয়াছেন তাহার স্থম্পষ্ট ব্যাখ্যা করিতে পারিলাম না। আত্মবোধের শেষভাগে আমি এই কথা বলিয়াছি যে, ব্রন্ধের প্রকাশ সর্বত্রই পরিপূর্ণ—