পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છન્દ রবীন্দ্র-রচনাবলী অন্নদা। সে আর শক্ত কী ! সহজ উপায় আছে। অtশু । কী বলে দেখি । অন্নদা । বিয়ে করে ফেলো । আশু । সমস্ত বিসর্জন দেব— আমার হঠযোগ, প্রাণায়াম, মন্ত্রসাধন— অন্নদা। ভয় কী, তুমি যেগুলো ছাড়বে আমি সেগুলো গ্রহণ করব। সে যাই হোক, তোমার বশীকরণটা কিরকম হল ? - আশু । তা, নিতান্ত কম হয় নি । তোমার এই একটা ঠাট্টা করবার বিষয় হল । অন্নদা । আর ঠাট্টা চলবে না । আশু । কেন বলে দেখি । অন্নদা। অামারও বশীকরণ হয়ে গেছে। আশু । চললেম । এক ঘণ্টার মধ্যেই যাবার কথা আছে। কথাটা পাকা করে আসি গে । অগ্রহায়ণ ১৩০৮