পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষণিক বাণিজ্যে বসতে লক্ষনীঃ কোন বাণিজ্যে নিবাস তোমার কহো অামায় ধনী, তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনি । দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণদেশে কঠিন তব নুপুর ঘেঁষে অপর বসে না রইব— এটা আমি স্থির বুঝেছি ভিক্ষণ নৈব নৈব । যাবই অামি যাবই, ওগো, বাণিজ্যেতে যাবই । তোমায় যদি না পাই, তবু অণর কারে তো পাবই । সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাড়ি কোন নগরে যাব, দিয়ে কোন সাগরে পাড়ি । কোন তারকা লক্ষ্য করি, কুল-কিনারা পরিহরি, কোন দিকে যে বাইব তরী অকুল কালে নীরে— মরব না আর ব্যর্থ অtশায় বালুমরুর তীরে । "|>b