পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8סאוור দূর হতে কষ্ণুকীর পদশৰ শুনি । আচম্বিতে উঠি বসন সম্বরি যত সলজ তরুণী নাহি যায় ছুটি ! | শুধু দূর সেকালের বহি এক শোক জপি এক নাম, কেঁদে কেঁদে বিশ্বে তব পঞ্চাশটি শ্লোক ফিরে অবিশ্রাম । অনন্ত অধীর, দেখে না শোনে না তারা অন্ধ ও বধির । নাহি জানে কোথা রাজা কোথা রাজশালা, কোথা তুমি কোথা তব প্রিয় কণ্ঠমালা মুগ্ধ রাজবালা । বিস্তৃত কাহিনী তব বিস্মিত জগতে নব রাজপথে— পুরাতন দিবসের একটি কাকলী গহিছে কেবলি ! পঞ্চাশটি শুক যেন গোপনে পালিত রাজভবনের, ছিল তারা তোমাদের সোহাগে লালিত শুধু দুজনের। পেত তারা অহরহ রাজবালিকার ললিত চুম্বন, শুনিত নয়ন মুদি করতালি তার কণিতকঙ্কণ ! ষোড়শীর ওষ্ঠ হতে দাড়িম্বের গুটি খেত খুটি খুটি । ওগো কবি চোর, প্রেমলীলা-অবকাশে বসি বক্ষে তোর ¢ bb