পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিরকুমার-সঙ هدهد বনমালীর প্রবেশ বনমালী। ভালো আছেন শ্ৰীশবাবু? বিপিনবাবু ভালো তো ? এইযে পূর্ণবাবুও আছেন দেখছি। তা, বেশ হয়েছে। আমি অনেক বলে ক’য়ে সেই কুমারটুলির পাত্রী ফুটিকে ঠেকিয়ে রেখেছি। শ্রীশ । কিন্তু আমাদের আর ঠেকিয়ে রাখতে পারবেন না । আমরা একটা গুরুতর কিছু করে ফেলব। i পূর্ণ। আপনারা বস্থন শ্ৰীশবাবু। আমার একটা কাজ আছে । বিপিন । তার চেয়ে আপনি বস্থন পূর্ণবাবু। আপনার কাজটা আমরা দুজনে মিলে সেরে দিয়ে আসছি । পূর্ণ। তার চেয়ে তিন জনে মিলে সারাই তো ভালো । বনমালী । আপনারা ব্যস্ত হচ্ছেন দেখছি । আচ্ছা, তা আর-এক সময় আসব। তৃতীয় দৃশ্য চন্দ্রবাবুর বাড়ি চন্দ্রমাধববাবু, নির্মল চন্দ্রবাবু। নির্মল । নির্মলা । কী মামা । চন্দ্রবাবু নিৰ্মল, আমার গলার বোতামটা খুজে পাচ্ছি নে । নির্মলা । বোধ হয় ওইখানেই কোথাও আছে । চন্দ্রবাবু। (নিশ্চিন্তভাবে ) একবার খুজে দেখে তো ফেনি । নির্মলা। তুমি কোথায় কী ফেল আমি কি খুজে বের করতে পারি! চন্দ্রবাবু (মনে একটুখানি সন্দেহের সঞ্চার হওয়ায়, স্কিন্ধকণ্ঠে ) তুমিই তো পার নির্মল । আমার সমস্ত ক্রটি সম্বন্ধে এত ধৈর্য অার কার আছে ? নির্মলায় রুদ্ধ অভিমান চক্রবাবুর স্নেহম্বরে অকস্মাং অশ্রুজলে বিগলিত হইবার উপক্রম করিল— BBB BBDD BBBB BBS BBB BBB S BBB BB BBBB BBBBBBB BBBB BBB জাগিলেন। নির্মলার মুখখানি দুই আঙল দিয়া তুলিয়া ধরির ক্ষণকাল দেখিলেন