পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় ¢¢ግ ‘সাহিত্যের তাৎপর্ষ প্রবন্ধটির ‘প্রবাসী’তে মূদ্রিত পাঠের কয়েকটি অংশ গ্রন্থপ্রকাশকালে প্রথম সংস্করণে বর্জিত হইয়াছিল। বর্তমান সংস্করণে প্রবন্ধটির উক্ত সাময়িক পত্রে প্রকাশিত পূর্ণতর পাঠ মুদ্রিত হইল । পরিশিষ্ট ‘সাহিত্যের পথে’র প্রথম সংস্করণে ‘পরলোকগত লোকেন পালিতকে লিপিত’ রবীন্দ্রনাথের চারখানি পত্রের কিয়দংশমাত্র পরিশিষ্ট আকারে মুদ্রিত হইয়াছিল। ১২৯৮-৯৯ সালে প্রথম বর্ষের ‘সাধনা' পত্রিকায় লোকেন্দ্রনাথ পালিতের পত্রোত্তর সহ উক্ত 'সাহিত্য সম্বন্ধে চিঠিপত্রগুলি মাসে মাসে প্রকাশিত হয় ( সাধনা, ১২৯৮ ফাঙ্কন হইতে ১২৯৯ ভাদ্র ও আশ্বিন দ্রষ্টব্য )। রবীন্দ্র-রচনাবলীর অষ্টম খণ্ডে (পৃ ৪৬৩-৮৮ ) ‘সাহিত্য’ গ্রন্থের পরিশিষ্টে পত্রগুলির 'সাধনায় প্রকাশিত সম্পূর্ণতর পাঠ পত্রালাপ’ নামে ইতিপূর্বেই সংকলিত হইয়াছে বলিয়া বর্তমান সংস্করণে সেগুলি বর্জিত হইল । ‘সাহিত্যের পথে গ্রন্থে মুদ্রিত প্রবন্ধগুলির সমসাময়িক কয়েকটি সাহিত্য-বিষয়ক রচনা, অভিভাষণ ও আলোচনার বিবরণ, বিভিন্ন পত্রিকা হইতে সংকলন করিয়া রচনাবলী-সংস্করণে নূতন পরিশিষ্ট যোগ করা হইল । সাময়িক পত্রে উহাদের প্রথম প্রকাশের স্বচী নিম্নে মুদ্রিভ হইল— সভাপতির অভিভাষণ শাস্তিনিকেতন ००७० देखTर्छ সভাপতির শেষ বক্তব্য শাস্তিনিকেতন ১৩৩০ জ্যৈষ্ঠ সাহিত্যসন্মিলন প্রবাসী ১৩৩৩ বৈশাখ কবির অভিভাষণ প্রবাসী ১৩৩৪ ফাৰ্ত্তন সাহিত্যরূপ : প্রবাসী ১৩৩৫ বৈশাখ সাহিত্য-সমালোচনা প্রবাসী ురిరిe ఇyé L পঞ্চাশোধ্বমি বিচিত্র ১৩৩৬ ফাঙ্কন বাংলাসাহিত্যের ক্রমবিকাশ বিচিত্রা ১৩৪১ মাঘ ‘সভাপতির অভিভাষণ’ ও ‘সভাপতির শেষ বক্তব্য – কাশীতে উত্তরভারতীয় বঙ্গসাহিত্যসম্মিলনে প্রদত্ত রবীন্দ্রনাথের কথিভ বক্তৃতার শ্ৰীপ্রস্তোতকুমার সেনগুপ্ত কর্তৃক 'আংশিক অনুলিখন । বক্তৃতা দুইটি ইংরেজি ১৯২৩ সালের মার্চ মাসে যখাক্রমে ৩ ও ৪ তারিখে প্রদত্ত হয় ।