পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रुक्षे। শ্ৰেষ্ঠ ভিক্ষা অনাখপিণ্ডদ বুদ্ধের একজন প্রধান শিক্ষ ছিলেন। ‘প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষ মাগি, ওগে। পুরবাসী, কে রয়েছ জাগি’ অনাথপিগুদ কহিল৷ অম্বুদ নিনাদে । সদ্য মেলিতেছে তরুণ তপন আলস্ত্যে অরুণ সহস্তে লোচন শ্রাবস্তীপুরীর গগন-লগন প্রাসাদে । বৈতালিকদল সুপ্তিতে শয়ান এখনো ধরে নি মাঙ্গলিক গান, দ্বিধাভরে পিক মৃদু কুহুতান কুহরে। ভিক্ষু কহে ডাকি “হে নিদ্রিত পুর, দেহে ভিক্ষ মোরে, করে নিদ্ৰা দূর’— সুপ্ত পৌরজন শুনি সেই স্বর শিহরে । সাধু কহে, শুন, মেঘ বরিষার নিজেরে নাশিয়া দেয় বৃষ্টিধার, সব ধর্মমাঝে ত্যাগধর্ম সার ভুবনে ?

  • >