পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चांकां*<धनौ* কখনো বা শ্লেষবাক্যে নিষ্ঠুর কৌতুক হেনেছিল দুখ । কথনে বা দিয়েছিল অপবাদ অনবধানের অপরাধ । কখনো দেখেছি তার অযত্বের সাজ— রন্ধনে ছিল সে ব্যস্ত, পায় নাই লাজ । পুরুষস্থলভ মোর কত মূঢ়তারে ধিক্কার দিয়েছে নিজ স্ত্রীবুদ্ধির তীব্র অহংকারে । একদিন বলেছিল, “জানি হাত দেখা ।” হাতে তুলে নিয়ে হাত নতশিরে গনেছিল রেখ1– বলেছিল, “তোমার স্বভাৰ প্রেমের লক্ষণে দীন।” দিই নাই কোনোই জবাৰ । পরশের সত্য পুরস্কার খণ্ডিয়া দিয়েছে দোষ মিথ্যা সে নিন্দার । তবু ঘুচিল না অসম্পূর্ণ চেনার বেদন । স্বন্দরের দূরত্বের কখনো হয় না ক্ষয়, কাছে পেয়ে না পাওয়ার দেয় অষ্ণুরস্ত পরিচয় । পুলকে বিষাদে মেশ দিন পরে দিন পশ্চিমে দিগন্তে হয় লীন । চৈত্রের আকাশতলে নীলিমার লাবণ্য ঘনাল, আম্বিনের অালো বাজাল সোনার ধানে ছুটির সানাই । চলেছে মন্থর তরী নিরুদ্দেশে স্বপ্নেতে ৰোঝাই । [ শান্তিনিকেতন ] "ססן • לו כ9\ 冷为