পাতা:রবীন্দ্র-রচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশপ্রদীপ ওর ভিতরের আড়াল থেকে আকাশ-দূতের সাথে বলা কওয়া কী হয় দিনে রাতে, পরের মনের স্বপ্নকথার সম পৌছবে না কৌতুহলে মম। দুয়ার-দেওয়া যেন বাসরঘরে ফুলশয্যার গোপন রাতে কানাকানি করে, অকুমানেই জানি, জাভাসমাত্র না পাই তাহার বাণী । ফাগুন আসে বছরশেষের পারে, দিনে-জিনেই খবর আসে দ্বারে । একটা যেন চাপা হাসি কিসের ছলে অবাক শুভামলতার তলে শিকড় হতে শাখে শাখে ব্যাপ্ত হয়ে থাকে । অবশেষে খুশির দুয়ায় হঠাৎ যাবে খুলে মুকুলে মুকুলে । শুiমলী, শাস্তিনিকেতন & | \ R \Obr পাখির ভোজ ভোরে উঠেই পড়ে মনে, মুড়ি খাবার নিমন্ত্রণে আসবে শালিখ পাখি । চাতালকোণে বলে থাকি, ওদের খুশি দেখতে লাগে ভালো। ক্ষিপ্ত অালো এ অম্রানের শিশিৱছোওয়া প্রাতে, সরল লোভে চপল পাখির চটুল নৃত্য-সাৰে