পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী প্রকাশ হয় রে পাছে কেবল এসে তাই . দেখা দিয়েই যাই, স্পপ তলে গোপন করি মনের কথাটাই । নিত্য তব নেত্রপাতে জালিয়ে রাপি ভাই, আপন ব্যথাটাই । পরামর্শ সূর্য গেল অস্তপারে— লাগল গ্রামের ঘাটে অণমার জীর্ণ তরী । শেষ বসন্তের সন্ধ্যা-হী ওয়া শস্যশূন্য মাঠে উঠল হাহা করি । তার কি হবে নতন যাত্র নুতন রানীর দেশে নূতন সাজে সেজে ? এবার যদি বাতাস উঠে তুফান জাগে শেষে, ফিরে আসবি নে যে । অনেক বার তে হাল ভেঙেছে পাল গিয়েছে ছিড়ে ওরে দুঃসাহসী । সিন্ধুপানে গেছিস ভেসে । অকুল কালে নীরে ছিন্ন-রশারশি ।