পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোড়ায় গলদ 39) শিবচরণের প্রবেশ শিবচরণ। কী হচ্ছে নিমাই । নিমাই । আঞ্জে অ্যানাটমির নোটগুলো একবার দেখে নিচ্ছি, এক জামিন খুব কাছে এসেছে— & শিবচরণ। দেখে বাপু, একটা কথা আছে । তোমার বয়স হয়েছে, তাই আমি তোমার জন্যে একটি কন্যা ঠিক করেছি । নিমাই । কী সর্বনাশ । শিবচরণ। নিবারণবাবুকে জান বোধ করি— নিমাই । আজ্ঞে ই জানি । শিবচরণ। তারই কন্যা ইন্দুমতী । মেয়েটি দেখতে শুনতে ভালো । বয়সেও তোমার যোগ্য । দিনও এক রকম স্থির করা হয়েছে । নিমাই । একেবারে স্থির করেছেন ? কিন্তু এখন তো হতে পারে না । শিবচরণ। কেন বাপু ? নিমাই । আমার এখন একজামিন কাছে এসেছে— শিবচরণ। তা হোক না একজামিন । বিয়ের সঙ্গে একজামিনের যোগটা কী ? বউমাকে বাপের বাড়ি রেখে দেব, তার পরে তোমার একজামিন হয়ে গেলে ঘরে আনব । - -4 ح. নিমাই । ডাক্তারিট পাশ না করে বিয়ে করাটা ভালো বোধ হয় না । শিবচরণ। কেন বাপু, তোমার সঙ্গে তো একটা শক্ত ব্যায়রামের বিয়ে দিচ্ছিনে । মানুষ ডাক্তারি না জেনেও বিয়ে করে । কিন্তু তোমার আপত্তিটা কিসের জন্তে হচ্ছে । নিমাই উপার্জনক্ষম না হয়ে বিয়ে করাট— · শিবচরণ। উপার্জন ? আমি কি তোমাকে আমার বিষয় থেকে বঞ্চিত করতে যাচ্ছি। তুমি কি সাহেব হয়েছ যে বিয়ে করেই স্বাধীন ঘরকন্না করতে যাবে। ( নিমাই নিরুত্তর ) তোমার হল কী । বিয়ে করবে তার আবার এত ভাবনা কশ । আমি কি তোমার ফাসির হুকুম দিলুম। - নিমাই । বাবা, আপনার পায়ে পড়ি আমাকে এখন বিয়ে করতে অতুরোধ করবেন না । । * শিবচরণ । (সরোষে ) অনুরোধ কী বেটা । হুকুম করব। আমি বলছি, তোকে বিয়ে করতেই হবে । o نا ----س-3\