পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У8 o রবীন্দ্র-রচনাবলী শব্দও সংগৃহীত হওয়া আবশ্যক। হয়তে এমন শব্দও আছে, যাহার উচ্চারণ নানা স্থানে এক কিন্তু অনেকস্থলে অর্থভেদ আছে। সেগুলির অর্থ পর্যন্তও সংগৃহীত হওয়া উচিত। k ৪। স্বতন্ত্র কাগজে বা এই পুস্তিকার মধ্যে বর্ণানুক্রমে শব্দ সংগৃহীত হইলেই ভালো হয়। ৫ । কেবল যে ক্রিয়াপদই সংগ্ৰহ করিতে হইবে এরাপ নহে ; অবসর সুবিধা এবং ইচ্ছাক্রমে এইরূপে অদ্যান্ত শ্রেণীর শব্দ এবং কৃষিদ্রব্য, গৃহজাত দ্রব্য, গৃহসজ্জার দ্রব্য, মৎস্ত, বৃক্ষ, লতা, শল্পদ্রব্য প্রভূতির নামাদি সংগ্ৰহ করিলে পরিষদের বিশেষ উপকার হইবে ।