পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>°や भशनं । চিত্রাঙ্গদা । রবীন্দ্র-রচনাবলী বসন্ত ও মদনের প্রবেশ হে অনঙ্গদেব, এ কী রূপ-হুতাশনে ঘিরেছ আমারে, দগ্ধ হই, দগ্ধ করে মারি । বলো, তম্বী, কালিকার বিবরণ । মুক্ত পুষ্পশর মোর কোথা কী সাধিল কাজ, শুনিতে বাসনা । কাল সন্ধ্যাবেলা সরসীর তৃণপুঞ্জ তীরে পেতেছিন্থ পুষ্পশয্যা, বসন্তের ঝরা ফুল দিয়ে । প্রাস্ত কলেবরে শুয়েছিল্প আনমনে, রাখিয়া অলস শির বাম বাহু পরে ভাবিতেছিলাম গতদিবসের কথা । শুনেছিছু যেই স্তুতি আজুনের মুখে আনিতেছিলাম তাহা মনে ; দিবসের সঞ্চিত অমৃত হতে বিন্দু বিন্দু লয়ে করিতেছিলাম পান ; ভুলিতেছিলাম পূর্ব ইতিহাস, গতজন্মকথাসম । যেন আমি রাজকন্যা নহি ; যেন মোর নাই পূর্বপর ; যেন আমি ধরাতলে এক দিনে উঠেছি ফুটিয়া, অরণ্যের পিতৃমাতৃহীন ফুল ; শুধু এক বেলা পরমায়ু, তারি মাঝে শুনে নিতে হবে ভ্রমরগুঞ্জনগীতি, বন-বনাস্তের আনন্দমর্মর ; পরে নীলাম্বর হতে ধীরে নামাইয়া আঁখি, কুমাইয়া গ্রীবা, টুটিয়া লুটিয়া যাব বায়ুস্পশভরে ক্ৰন্দনবিহীন, মাঝখানে ফুরাইবে কুস্থমকাহিনীখানি আদিঅস্তুহারা ।