পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী ›8ማል চারিদিকে তার কত আসা-যাওয়া, কত গীত কত কথা,— মাঝখানে শুধু ধ্যানের মতন নিশ্চল নীরবতা । দূরে গেলে তবু, এক সে শিখর যায় দেখা,— চিত্তগগনে আঁকা থাকে তার নিত্য-নীহার-রেখা । উডফীল্ড, সিমলা ১১ আগ্রহায়ণ, ১৩৪০ কণ্টকের কথা একদা পুলকে প্রভাত-আলোকে গণহিছে পাখি ; কহে কণ্টক বাক কটাক্ষে কুসুমে ডাকি ;– তুমি তো কোমল বিলাসী কমল, জুলায় বায়ু, দিনের কিরণ ফুরাতে ফুরাতে ফুরায় আয়ু ; 蜴 এ পাশে মধুপ মধুমদে ভোর, ও পাশে পবন পরিমল-চোর, বনের দুলাল, হাসি পায় তোর অাদর দেখে । আহা মরি মরি কী রঙিন বেশ, সোহাগ-হাসির নাহি অণর শেষ, সারাবেলা ধরি রসালসাবেশ গন্ধ মেখে ।