পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী বাসর-শয়ন করেছি রচন কুহম-থরে, দুয়ার রুধিয়া রেখেছিন্থ তারে গোপন ঘরে যতনভরে । কত সোহাগ করেছি চুম্বন করি নয়নপাতে মেহের সাথে । শুনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদ্ধ মধুভাষে, গুঞ্জরতান করিয়াছি গান জ্যোৎস্না-রাতে, যা-কিছু মধুর দিয়েছিছু তার দুখানি হাতে স্নেহের সাথে । শেষে স্বর্থের শয়নে প্রাস্ত পরান আলস-রসে, আবেশবশে । পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার, ঘুমে জাগরণে মিশি একাকার নিশি-দিবসে ; বেদনাবিহীন অসাড় বিরাগ মরমে পশে আবেশবশে । ঢালি মধুরে মধুর বধূরে আমার হারাই,বুঝি পাইনে খুজি । St'