পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ه لا রবীন্দ্র-রচনাবলী বাসনা । अभन नैौन-नब्रटन छूर्मि の5び研 石 」 কী ধন তুমি এনেছ ভরি দু-হাতে । অমন করি যেয়ো না ফেলি ধুলাতে । এ ঋণ যদি শুধিতে চাই, কী আছে হেন, কোথায় পাই, জনম তরে বিকাতে হবে আপনা । অমন দীন-নয়নে তুমি চেয়ো না । ভেবেছি মনে ঘরের কোণে রহিব । গোপন দুখ আপন বুকে বহিব । কিসের লাগি করিব আশা, বলিতে চাহি, নাহিকো ভাষা,— রয়েছে সাধ, না জানি তার সাধনা ৷ अभन नैौन-नञ्चप्न छूभि চেয়ে না । যে-স্থর তুমি ভরেছ তব বাশিতে, উহার সাথে আমি কি পারি গাহিতে ।