পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bペ চিত্রাঙ্গদ । অর্জন । छिज्जांछन । অর্জন । চিত্রাঙ্গদা । অর্জন । চিত্রাঙ্গদা । রবীন্দ্র-রচনাবলী 8 অজুন ও চিত্রাঙ্গদ। কী দেখিছ বীর । দেখিতেছি পুষ্পবৃন্ত ধরি কোমল অঙ্গুলিগুলি রচিতেছে মালা ; নিপুণতা চারুতায় দুই বোনে মিলি খেলা করিতেছে যেন, সারাবেলা চঞ্চল উল্লাসে, অঙ্গুলির আগে আগে । দেখিতেছি আর ভাবিতেছি । কী ভাবিছ । ভাবিতেছি অমনি সুন্দর ক’রে ধরে সরসিয়া ওই রাঙা পরশের রসে প্রবাস-দিবসগুলি গেথে গেথে প্রিয়ে অমনি রচিবে মালা ; মাথায় পরিয়া অক্ষয় আনন্দ-হার গৃহে ফিরে যাব । এ প্রেমের গৃহ আছে ? গৃহ নাই ? নাই । গৃহে নিয়ে যাবে ! বোলো না গৃহের কথা । গৃহ চির বরষের ; নিত্য যাহা তাই গৃহে নিয়ে যেয়ে । অরণ্যের ফুল যবে শুকাইবে, গৃহে কোথা ফেলে দিবে তারে, অনাদরে পাষাণের মাঝে ? তার চেয়ে অরণ্যের অন্তঃপুরে নিত্য নিত্য যেথা মরিছে অঙ্কুর, পড়িছে পল্লবরাশি, ঝরিছে কেশর, খসিছে কুস্বমদল, ক্ষণিক জীবনগুলি ফুটিছে টুটিছে প্রতি পলে পলে,— দিনাস্তে আমার খেলা