পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বাদশ খণ্ড) - বিশ্বভারতী.pdf/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిఫెV রবীন্দ্র-রচনাবলী কোন প্রত্যয় যোগে শব্দের কী প্রকার রূপান্তর হয় তাহাও নিয়মবদ্ধ করিয়া -লেখা আবখ্যক । নিতান্তই সময়াভাববশত আমি সে কাজে হাত দিতে পারি নাই।. নোড়া শব্দের উত্তর ই প্রত্যয় করিলে হয় কুড়ি ; দাড়ি শব্দের উত্তর আ প্রত্যয় করিলে হয় দেড়ে ; টোল শব্দের উত্তর আ প্রত্যয় করিলে টুলো ; মধু শব্দের উত্তর আ প্রত্যয় করিলে হয় মোধো ; লুন শব্দের উত্তর অ৷ প্রত্যয় করিলে হয় লোনা ; জল শব্দের উত্তর অন+ই প্রত্যয় করিলে হয় জলুনি, কোদল শব্দের উত্তর ই+ আ প্রত্যয় করিলে হয় কুঁছলে । কতকগুলি প্রত্যয় আমি আনুমানিক ভাবে দিয়াছি। সেগুলিকে প্রত্যয় বলিয়া বিশ্বাস করি, কিন্তু শব্দ হইতে তাহাদিগকে বিচ্ছিন্ন করিয়া তাহীদের প্রত্যয়রূপ প্রমাণ করিতে পারি নাই। যেমন,অং প্রত্যয় ; ভূজং ভড়ৎ প্রভৃতি শব্দের অংবাদ দিলে যাহ। বাকি থাকে তাহা বাংলায় চলিত নাই। ভড় শব্দ নাই বটে, কিন্তু ভড় কী আছে, ভড়ং এবং ভড়কের অর্থসাদৃশু আছে। তাই মনে হয়, ভড় বলিয়া একটা অাদিশব্দ ছিল, তাহার উত্তরে অক্‌ করিয়া ভড়ক ও অং করিয়া ভড়ং হইয়াছে। বড়াং শব্দে এই মত সমর্থন করবে। আমার কালনা-প্রদেশীয় বন্ধুগণ বলেন, তাহারা বড়াই শব্দের স্থলে বড়াং সর্বদাই ব্যবহার করেন ; তাহাতে বুঝা যায় বড়ো শব্দের উত্তর যেমন আ +ই প্রত্যয় করিয়া বড়াই হইয়াছে, তেমনই আং প্রত্যয় করিয়া বড়াং হইয়াছে— মূল শব্দটি বড়ো, প্রত্যয় দুইটি আই ও আং। প্রত্যয়গুলি কী ভাবে লিখিত হওয়া উচিত, তাহাও বিচারের দ্বারা ক্রমশ স্থির হইতে পরিবে। যাহাকে অস্ প্রত্যয় বলিয়াছি, তাহা অস অথবা অ-বর্জিত, স। প্রত্যয় স + অ অথবা সা, এ সমস্ত নির্ণয় করিবার ভার ব্যাকরণবিৎ পণ্ডিতদের উপর নিক্ষেপ করিয়া আমি বিদায় গ্রহণ করিলাম । >\○ob"