পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S oš . রবীন্দ্র-রচনাবলী . রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে । বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী । আহান স্বীকার করেছেন শঙ্কর, এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন । গেলেন রঙরেজির ঘরে । কুসুমফুলের খেত, মেহেদিবেড়ায় ঘেরা। প্রান্তে থাকে জসীম রঙরেজি । মেয়ে তার আমিনা, বয়স তার সতেরো । সে গান গায় আর রঙ বাটে, রঙের সঙ্গে রঙ মেলায় । বেণীতে তার লাল সুতোর ঝালর, চোলি তার বাদামি রঙের, শাড়ি তার আশমানি । বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসীম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে । কুল্‌ কুল করে জল আসে নালা বেয়ে কুসুমফুলের খেতে ; আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুত গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আমবাগানে। ধোওয়ার কাজ হল, প্রহর গেল কেটে । পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে রঙরেজিনী দেখল তারি কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ— ‘তোমার শ্ৰীপদ মোর ললাটে বিরাজে ।