পাতা:রবীন্দ্র-রচনাবলী (দ্বিতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ર রবীন্দ্র-রচনাবলী সাত্বনা দেওয়া নহে তো সহজ, দিতে হয় সারা প্ৰাণ, भांनव-भप्नब्र अनल निवांरङ আপনারে বলিদান । ঘূণা জলে মরে আপনার বিযে, রহে না সে চিরদিন, অমর হইতে চাহ যদি, জেনো প্রেম সে মরণহীন । তুমিও রবে না, আমিও রব না, দু-দিনের দেখা ভবে, প্রাণ খুলে প্রেম দিতে পার যদি তাহা চিরদিন রবে । দুর্বল মোরা, কত ভুল করি, অপূর্ণ সব কাজ । নেহারি জ্ঞাপন ক্ষুদ্র ক্ষমতা আপনি যে পাই লাজ । ভা বলে যা পারি তাও করিব না ? নিফল হব ভবে ? প্রেম ফুল ফোটে, ছোট হল বলে দিব না কি তাহা সবে ? হয়তো এ ফুল স্বন্দর নয়, ধরেছি সবার আগে, চলিতে চলিতে জাখির পলকে স্কুলে কারো ভালো লাগে । बनि फूल हब्र, क-निरनब्र फूल ! দু-দিনে ভাঙিৰে তৰে । তোমার এমন শাণিত ৰচন ८गहे कि चश्रव्र इरब ? २s £बाई, svvv