পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - বিশ্বভারতী.pdf/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రీ রবীন্দ্র-রচনাবলী তোমার পালে লেগেছিল কত দখিন হাওয়া ! কত ঢেউয়ের টলমলানি, কত স্রোতের টান— পূর্ণিমাতে সাগর হতে কত পাগল বান ! এ পার হতে ও পার ছেয়ে খন মেঘের সারি, শ্রাবণ-দিনে ভরা গাঙে দু-কুল-হারা পাড়ি । অনেক খেলা অনেক মেলা সকলি শেষ ক’রে চল্লিশেরই ঘাটের থেকে বিদায় দিতু তোরে । ওগো তরুণ তরী, যৌবনেরই শেষ কটি গান দিল্প বোঝাই করি । সে-সব দিনের কান্না হাসি, সত্য মিথ্য ফাকি, নিঃশেষিয়ে যাস রে নিয়ে—— রাখিস নে অণর বাকি । নোঙর দিয়ে বাধিস নে আর, চাহিস নে আর পাছে – ফিরে ফিরে ঘুরিস নে আর ঘাটের কাছে কাছে। এখন হতে ভাটার স্রোতে ছিন্ন পালটি তুলে ভেসে যা রে স্বপ্ন-সমান অস্তাচলের কূলে ।