পাতা:রবীন্দ্র-রচনাবলী (তৃতীয় খণ্ড) - বিশ্বভারতী.pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী নাহি রাত্রি, দিনমান, আদি অস্ত পরিমাণ, সে অতলে গীত-গান কিছু না বাজে । যাও সব যাও ভুলে নিখিল বন্ধন খুলে যদি ১২ আষাঢ়, ১৩০০ আজি কেন আজি আমি বহি ফেলে দিয়ে এস কুলে সকল কাজে । মরণ লভিতে চাও, এস তবে বাপ দাও সলিল-মাঝে । ব্যর্থ যৌবন যে-রজনী যায় ফিরাইব তায় কেমনে । নয়নের জল ঝরিছে বিফল नग्नdन । এ বেশভূষণ লহ সখী, লহ, এ কুসুমমালা হয়েছে অসহ, এমন যামিনী কাটিল বিরহ শয়নে । যে-রজনী যায় ফিরাইব তায় কেমনে । বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি । বৃথা মনো-অাশা এত ভালোবাসা বেসেছি”। শেষে নিশিশেষে বদন মলিন, ক্লাস্ত চরণ, মন উদাসীন, నిని